সীতাকুণ্ডে লরি চাপায় মোহাম্মদ টিটু (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত টিটু শীতলপুর দেলিপাড়া এলাকার মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে শিপব্রেকিং ইয়ার্ডে যাচ্ছিলেন টিটু। এসময় তিনি কাশেম জুটমিল এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার পর নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।