সীতাকুণ্ডে হতাহতের ঘটনায় শিল্পপতি আবদুস সালামের শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।

রবিবার (৫ মে) শিল্পপতি আবদুস সালাম এক বিবৃতিতে এই শোক জানান। বিবৃতিতে তিনি বলেন, গতরাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। এই ঘটনায় আমি খুবই শোকাহত। এই শোক সহ্য করার মতো নয়। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

মন্তব্য নেওয়া বন্ধ।