সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
রবিবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই শোক জানান। বিবৃতিতে তিনি বলেন, গতরাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। এই ঘটনায় আমি খুবই শোকাহত। এই শোক সহ্য করার মতো নয়। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অগ্নিকাণ্ডের সংবাদ শোনার পর থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট লোকদের সাথে যোগাযোগ রাখছেন বলেও জানান বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা।
অগ্নি নির্বাপনে ফায়ার ব্রিগ্রেডসহ বিভিন্ন সংস্থা এবং আহতদের চিকিৎসার্থে স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী , রক্তদাতা সাধারণ মানুষগণ যেভাবে অকাতরে এগিয়ে এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।