দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে চলেছে খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণেও কাজ করছে বিজিবি।
সোমবার (২৪ মার্চ) পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাবুছড়া ব্যাটালিয়ন প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম রেজাউর রহমান। এছাড়াও সহকারী পরিচালক মো. হুমায়ুন করিমসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণের কল্যাণে বিজিবির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা আমাদের জন্য খুবই উপকারী। বিজিবি শুধু সীমান্ত রক্ষা করছে না, আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা করছে।
বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম রেজাউর রহমান বলেন, আমরা শুধু সীমান্ত রক্ষাই করি না, স্থানীয় জনগণের কল্যাণেও কাজ করি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।