সুইডেনে কুরআন অবমাননা, আনোয়ারায় ইসলামী ফ্রন্টের মানববন্ধন-বিক্ষোভ

সুইডেনে আল-কোরআনের অবমাননার তীব্র নিন্দা, অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রামের আনোয়ারা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে আনোয়ারা উপজেলার সদরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় আনোয়ারা শাখার সাবেক সভাপতি বদরুজ্জামান নঈমীর সভাপতিত্বে মোহাম্মদ মুজিবুর রহমান ও নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সচীব মাষ্টার আবুল হোসেন, পর্যবেক্ষক ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সচিব এস এম শাহ জাহান, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নির্বাচন কমিশনার ছিলেন দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন শিবলি, বিশেষ অতিথি ছিলেন দক্ষিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম জিহাদি ।

এ সময় অন্যান্যদের মধ্যে এসএম আব্দুর রহিম, মাষ্টার আব্দুল হালিম, মো. ইফতেখার, শহিদুল ইসলাম, ফিরোজ মেম্বার, নিজাম উদ্দিন, আরাফাত, জায়নাল আবেদিন, নাসির উদ্দীন, মনির আহমদ আনোয়ারীসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সদরে অবস্থিত আব্দুল জলিল চৌধুরী মিলনায়তনে আনোয়ারার দুই শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। আনোয়ারা পশ্চিম শাখার সভাপতি হলেন মুনির আহমদ আনোয়ারী, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর কবির। পূর্ব শাখার, সভাপতি হলেন হাফেজ আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুল হালিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, অর্থ সম্পাদক শাহজাহান সিরাজ।

মন্তব্য নেওয়া বন্ধ।