চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন নেভানোর আগেই গভীর রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি পরিবারের বসতঘর।
মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের সৈন্যার গুষ্ঠির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ ২টি গবাদি পশুও পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, একই এলাকার মোহাম্মদ তাহের, দিল মোহাম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুরের পরিবারের ঘর।
ক্ষতিগ্রস্তরা জানান, একই এলাকার মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তির গোয়াল ঘরের জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুন গোয়াল ঘর থেকে মুহুর্তেই ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী ১৮টি পরিবারের ঘর পুড়ে যায়।
কর্ণফুলী ফায়ার স্টেশনের ইনর্চাজ শোয়াইব হোসেন মুন্সি বলেন, আগুনের খবর পেয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমরা। সকলই টিনের ঘর হওয়ায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে গত সোমবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নিয়ন্ত্রনে আসার আগেই বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আগুন আতঙ্ক বিরাজ করছে। আগুনে এস আলম সুগার মিলের ১ লাখ মেট্টিক টন চিনি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় মিলের কর্মকর্তারা।
মন্তব্য নেওয়া বন্ধ।