সেনাবাহিনীর প্রচেষ্টায় স্বাভাবিক হলো সাজেকের যানচলাচল

দেশের অন্যতম প্রধান নান্দনিক পর্যটন কেন্দ্র সাজেকে যানচলাচল শুরু হয়েছে। অতিবৃষ্টিতে পাহাড় ধসে যানচলাচল বন্ধ থাকার খবরে সেনাবাহিনীর একাধিক টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করে। প্রায় আট ঘন্টায় তারা সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ২টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার অতিবৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসে পড়ে। সেখানে কোন বসতি না থাকায় ঠিক কখন পাহাড় ধ্বসে পড়েছে তার জানা যায়নি। পাশাপাশি কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। সকালে সড়কটিতে যানচলাচল শুরু হলে তখন জানা যায় পাহাড় ধ্বসের বিষয়টি।

ফলে সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছিল। পূজার ছুটির কারণে হাজারো পর্যটক ভীড় করেছিলো পাহাড়ী উপত্যকা সাজেকে। পাহাড় ধসের কারণে সাজেকগামি ও সাজেক ফেরা দুই দিকের পর্যটকরাই আটকে ছিলেন কয়েক ঘন্টার জন্য।

সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়া পর্যটকসহ সবার মাঝে স্বস্তি নেমে আসে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।