সেন্টমার্টিনে ট্যুরে গিয়ে এমভি বে ক্রুজ-১ জাহাজের সুপারভাইজারের হাতে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের ওপর দুইবার হামলা চালানো হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) পৌনে দুইটার দিকে সেন্টমার্টিনের জেটিঘাটে জাহাজের ভেতর প্রথম দফা হামলা করা হয়। পরে টেকনাফ জেটিঘাটে আসার পর তাদের ওপর আবারও হামলা হয়। এ ঘটনায় নারী শিক্ষার্থীসহ প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা বলেন, জাহাজটিতে করে বিশ্ববিদ্যালয়ের ৭৫ শিক্ষার্থী ফিরছিলেন। মাঝপথে এসে জাহাজের স্টাফরা নির্ধারিত আসন থেকে তুলে দিলে সমস্যা শুরু হয়। তুলে দেয়ার কারণ জানতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর শুরু করে স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের বন্ধুরা। পরে যখন জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়লে আবারও মারধর করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম চট্টগ্রাম খবরকে বলেন, সেন্ট মার্টিন্সের ঘটনা শোনার পরপরই স্পটে আমাদের ফোর্স গেছে। চবির ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় এসছেন। আমরা বিস্তারিত শুনছি। শুনে ব্যবস্থা নেবো।