সৈকতের ওয়াকওয়েতে শিশুকে মোটরসাইকেলের ধাক্কা, পালাতে গিয়ে প্রাণ হারালো চালক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মঞ্জুরুল আলম শিপন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মাইমুন আক্তার নামে ৫ বছরের এক শিশুকে মোটরসাইকেলে ধাক্কা দিলে জনতার ধাওয়া পালাতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ শিপন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।

ওসি কবিরুল বলেন, পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় এই ওয়াকওয়েতে মোটরসাইকেল শিশু মাইমুনাকে চাপা দেয়। এতে শিশুটি আহত হলে উপস্থিত পর্যটকরা শিপনকে ধাওয়া দিলে তিনি প্রাণ ভয়ে পালাতে চেষ্টা করেন। এতে সৈকতের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি দুর্ঘটনায় পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। আমাদের ফোর্স তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পতেঙ্গায় বাইক দুর্ঘটনার শিকার দুই জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিপন নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং শিশুটিকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। শিশু মাইমুন নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা মামুনুর রশিদের মেয়ে।

নিহত শিপন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার, (রায়কোট উত্তর) কুকুরীখিল গ্রামের আব্দুল মতিনের ছেলে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় তার পরিবারের বসবাস।

মন্তব্য নেওয়া বন্ধ।