সৈকতে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে জরিমানা গুনলো পর্যটকরা

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে পার্কিং না করে চরে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ১৩টি মোটরসাইকেলকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। এসময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত এলাকায় বেপরোয়া এসব মোটরসাইকেলের চালকদের নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসাইন।

সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসাইন বলেন, বেপরোয়া গতিতে সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তারা। এর ফলে সৈকতে ঘুড়ে বেড়ানো নারী এবং শিশুসহ পর্যটকরা রয়েছেন দুর্ঘটনার ঝুঁকিতে। অভিযানে ৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা এবং গাড়ির বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ১৩টি গাড়িকে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, ইউপি সদস্য মো. তৌহিদুল আলম, রাঙাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সায়েদ রানাসহ পুলিশের সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।