চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম পারুয়া পূর্ব কোকানিয়া সোনাইছড়ি খাল ভাঙনের কবলে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে মসজিদ, ফসলি জমি এবং বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর এসব রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সোনাইছড়ি ব্রীজ রক্ষার দাবি জানিয়ে পারুয়া ডিসি সড়কে এক মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় ভাঙন রোধ করে স্থাপনা রক্ষার দাবি জানান। এতে কয়েক’শ মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির মাওলানা মুফতি আকতার হোসেন বলেন, সোনাইছড়ি খালের ভাঙন আগে মসজিদ এবং সড়ক থেকে কয়েক কিলোমিটার দূরে থাকলেও টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ভাঙন এখন মসজিদ ও সড়কের সন্নিকটে। যেকোনো সময় খালে বিলীন হয়ে যেতে পারে এই এলাকার একমাত্র এবাদত খানা মসজিদ ও সোনাইছড়ি ব্রীজ, পারুয়া ডিসি সড়ক।
তিনি বলেন, ইউনুছ মেম্বার বাড়ি হয়ে জেবল হোসেন তালুকদার, আব্দুল হামিদের, ফজলুল রহমান বাড়ি পয়র্ন্ত প্রায় ৩ কিলোমিটার ভাঙনের কবলে। তাই ভাঙন রক্ষায় দ্রুত প্রতিরোধে ব্লক স্থাপনের জন্য করার জন্য আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে মাওলানা মুফতি আকতার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ইমাম মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ মনির আহমদ, খতিব মাওলানা হোসেন আহমদ, দানু মিয়া,আব্দুর রহমান,আব্দুল কুদ্দুস,আব্দুল বারেক, আবু তালেব, মুহাম্মদ ইউসুফ, হাফিজুর রহমান, এম এ জলিল প্রমুখ।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন,পারুয়ার অন্তত ৫টি স্পটে ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। কোকানিয়া এলাকায় সোনাইছড়ি খালের ভাঙনের স্থানটি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।