২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী মো. সোহাগ। রাঙামাটির লংদুর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে ফরম পূরণ নিশ্চিত করতে পারেনি। ফলে অনিশ্চয়তায় ছিল এসএসসির কেন্দ্র পরীক্ষায় অংশগ্রহণ। সোহাগের পিতা অসহায় জয়নাল আবেদীন ৫ সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় অর্থের অভাবে যথাসময়ে ছেলের পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হন। এমতবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের (তেজস্বী বীর) অধিনায়ক বরাবর সহযোগিতার আবেদন করেন।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে জোন কমান্ডারের পক্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফয়েজ আহমেদ প্রধান শিক্ষক মো. নুরুল করিমের উপস্থিতিতে পরীক্ষার্থী সোহাগের হাতে সেনাবাহিনীর উপহারস্বরূপ ফরম পূরণের সম্পূর্ণ টাকা তুলে দেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সোহাগ স্কুলের নম্র ভদ্র, প্রতিভাবান একজন মেধাবী ও নিয়মিত ছাত্র। যতটুকু সম্ভব বিদ্যালয় থেকে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়েছে। লংগদু জোন তার ফরম পূরণে সহায়তা করে একজন ছাত্রের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটা মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।
এ বিষয়ে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সমগ্র দেশ তথা পাহাড়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রতিনিয়ত প্রত্যন্ত পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।