বান্দরবানের লামা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, মোঃ শাহ আলী (২৪) ও মোঃ আল আমিন (২২)। তারা উপজেলার ৬ নং ওয়ার্ডের রুপসীপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (৭ জুন) সকালে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৫ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, নগদ অর্থ ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়।
বান্দরবান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটককৃত দুইজন আসামীকে মঙ্গলবার সন্ধ্যায় লামা থানায় হস্তান্তর করেছে র্যাব।
মন্তব্য নেওয়া বন্ধ।