স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

চট্টগ্রামের কর্ণফুলী চরপাথরঘাটা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হাজী ছাবের আহমদের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সেলিম হকের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

রবিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী হাজী ছাবের আহমদ। হামলার ঘটনায় তিনি প্রধান নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, শনিবার রাতে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় এ হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী ছাবের আহমদ অভিযোগ করেন, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আনারস প্রতীকের প্রচারনার সময় নৌকার সমর্থকরা ইছানগর এলাকায় রাশেদ রানা ও মাসুদসহ কয়েকজন মিলে তার মাইক ও গাড়ি ভাঙচুর করে এবং সমর্থকদের মারধর করে। তাকে প্রচার প্রচারণায় বাধা দেয়। এসময় তারা ব্যানার-পোস্টারও পুড়িয়ে দিয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রার্থী সেলিম হক হামলার বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাচন অফিসার আবদুস শুক্কুর বলেন, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে বৈঠক হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রার্থী গাড়ি নিয়ে প্রচারণা করা যাবে না বলেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।