স্বপ্ন সুপারশপে দেশি মুরগির সাথে মেশানো হয় সোনালী, ভোক্তার অভিযানে জরিমানা

স্বপ্ন সুপারশপের খুলশী আউটলেটে দেশি মুরগি বলে সোনালী মুরগি বিক্রি ও চিনির মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে নগরীর ঝাউতলা বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে এক মাংসের দোকানিকে ১০ হাজার ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় অপর একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ এপ্রিল) ভোক্তা অধিকার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ এবং সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান।

ভোক্তা অধিকার কর্মকর্তারা বলেন, সোনালী মুরগিকে দেশী মুরগি বলে বিক্রির দায়ে স্বপ্নকে ১ লাখ, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির দায়ে মাংসের দোকানিকে ১০ হাজার ও মূল্য তালিকা না রাখায় এক প্রতিষ্ঠানকে ২ হাজার সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।