মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নানা কর্মসূচী হাতে নিয়েছে। ২৬ মার্চ সকাল ৮.৪৫টায় চট্টগ্রাম শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের উদ্দেশ্যে চট্টগ্রাম মিউনিসিপাল স্কুলের সামনে জমায়েত। সকাল ৯টায় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শহরস্থ চারুকলা ভবনে চবি এলামনাই কার্যালয়ে ‘স্বাধীনতার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন।
কার্য-নির্বাহী কমিটি’র পক্ষ থেকে চবি এলামনাই এসোসিয়েশনের সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ ইউছুফ সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।