২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ওইদিন চট্টগ্রাম অঞ্চলেরর মোট ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয়।
একই দিন স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে মাতাবেন দেশের নামকরা দুই ব্যান্ড শিরোনামহীন ও মাইলস্। এছাড়াও থাকবে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড তীরন্দাজ।
বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় নগরীর প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।
এসময় লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে বিশ্ববিদ্যালয় বিএনসিসি দল বিউগল বাজিয়ে স্বাধীনতা দিবসকে স্বাগত জানাবে। স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের জন্য বিশেষ প্রার্থনা, গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা র্যালি ও শহিদ আবদুর রব হল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এর আগের দিন ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ দিবসটি স্মরণে রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সব ধরনের বাতি বন্ধ রেখে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।”
তিনি আরও বলেন, আমাদের এবারের আয়োজনের বিশেষ দিক হচ্ছে, স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন (১৭ মার্চ) জাতীয় শিশু দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, করোনা-উত্তর সময়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা কনসার্ট। এই কনসার্টে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ের কিছু ব্যান্ডদল (শিরোনামহীন, মাইলস্ ও তীরন্দাজ) সঙ্গীত পরিবেশন করবে।
এছাড়াও, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নং গেইট ও প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ক্যাম্পাসকে বর্ণিলরূপে সাজিয়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে একটি বড় অনুষ্ঠান দাবি করে আসছিল। সামনের পহেলা বৈশাখ রমযানে পড়ে যাওয়ার কারণে আমরা ওই দিনে বড় কোনো আয়োজন রাখতে পারব না। এসব দিক বিবেচনা করে এবং শিক্ষার্থীদের মাঝে করোনা-উত্তর উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আমরা এই বড় কনসার্টের আয়োজন করেছি।
তিনি আরো বলেন, আমরা ওইদিন চট্টগ্রাম অঞ্চলের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করব।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।