স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নে বিএম ডিপোতে বিশেষ টিম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়নে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের টিম শুক্রবার (১০ জুন) সকালে বিএম কনটেইনার ডিপো এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়নে স্বাস্থ্য অধিদফতরের একটি উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাসায়নিক বিষ্ফোরণে কি ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখতে বিএম কনটেইনার ডিপো এলাকা থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন তারা।

সফরকারী টিমের অপর সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মাহী উদ্দিন আহমেদ, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, ডাটা ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড হেলথ বিভাগের কেমিস্ট মো. জিয়াউল হক ও ডেপুটি চিফ মো. হুমায়ুন কবীর।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুর উদ্দিন স্বাস্থ্য অধিদফতের টিমকে সার্বিক সহযোগিতা করেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এই টিমের সুপারিশের আলোকে সরকার ওই এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

মন্তব্য নেওয়া বন্ধ।