স্বাস্থ্যমন্ত্রীর তোপের মুখে মেডিকেল সেন্টার হাসপাতাল! রোগী ভর্তি বন্ধ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টার হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি হাসপাতালটি পরিদর্শনে গিয়ে জরুরী কিছু মেশিন, জরুরী বিভাগের প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি, বিলে অনিয়ম, চিকিৎসকের ড্রেস কোড, রোগীর অবজারভেশন বেডসহ ৯টি অনিয়ম পান।
চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা কিংবা সিভিল সার্জনের কৌশলকে ব্যর্থ করে মন্ত্রী হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে যান।

বুধবার (৯ জুলাই) বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমদ স্বাক্ষরিত এক আদেশে মেডিকেল সেন্টার হাসপাতালে রোগী ভর্তি বন্ধের বিষয়টি জানা গেছে। মন্ত্রী গত ৫ জুলাই চট্টগ্রাম সফরে এসে সরকারী কাজের পাশাপাশি নিজ উদ্যোগে দুটি প্রতিষ্ঠান ভিজিট করেন।

জানা গেছে, গত ৫ জুলাই মন্ত্রী চট্টগ্রাম সফরে আসেন। তিনি সফর সূচিতে দুটি প্রাইভেট হাসপাতাল ভিজিট করার শিডিউল রাখতে বলেন চট্টগ্রামের স্বাস্থ্য কর্মকর্তাদের। তারা এভারকেয়ার এবং পার্কভিউ হসপিটাল মন্ত্রীর শিডিউলে রাখেন।
এভারকেয়ার এবং পার্কভিউর বিরুদ্ধে এখনো উল্লেখ করার মতো বড় কোনো অভিযোগ নেই জেনে মন্ত্রী নিজেই দুটি প্রতিষ্ঠান ভিজিট করেন।
তার একটি জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টার হাসপাতাল। মেডিকেল সেন্টার হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে খুঁজেন। তখন তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা দেওয়া চিকিৎসকদের একজন বলেন-আমিই জরুরী বিভাগের চিকিৎসক।

সেই চিকিৎসকের গায়ে জরুরী বিভাগের পোশাক না থাকায় মন্ত্রী তাৎক্ষণিক আরও কয়েকটি বিষয় তদারকি করেন। তিনি ৯টি অনিয়ম পান। ৯টি বিষয়ের ঘাটতিপূরণ সাপেক্ষে স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর নির্দেশ দেন।

একই দিন সফরে মন্ত্রী মেট্রো ডায়াগনস্টিক সেন্টারও ভিজিট করেন। সেখানে এন্ডোসকোপি করার যথাযথ লোকবল সংকট থাকায় মেট্রো ডায়াগনস্টিক সেন্টারের এন্ডোসকোপি বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।