মিরসরাইয়ে স্বাস্থ্য বিভাগের অভিযানে অনিবন্ধিতি একটি হাসপাতাল, তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন।
তিনি বলেন, উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে নিবন্ধন না থাকায় বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বন্ধ করা হয়েছে।
বন্ধ করা কোন প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া খোলা রাখার চেষ্টা করে তাহলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।