চটগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বঙ্গবন্ধুর বড় সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল ক্রীড়া ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে নগর স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন এর সঞ্চালনায় মিলাদ মাহফিল, ক্রীড়া সামগ্রী বিতরন এবং তবরুক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি যথাক্রমে হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান প্রমূখ।
বক্তাগন সাবেক সফল ক্রীড়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনাদর্শ অনুসরণ করে সুন্দর জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।