চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের বলেছেন, ভালো জামা কাপড় পরা থাকলেই স্মার্ট হওয়া যায় না।স্মার্ট এডুকেশন নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে ভাষা দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাইন্টিফিক সোসাইটি’র (সিইউএসএস) নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চবি সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
চবি উপাচার্য বলেন, আপনাদের বিজ্ঞানমুখী ভাবনা-চিন্তার ফসল হিসেবে এগিয়ে যাবে এই দেশ। কারণ, লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। এই দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিবো।
ড. তাহের বলেন, বিজ্ঞান কেন প্রয়োজন। কারণ আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় শুধু সার্টিফিকেটের পিছনে পড়ে থাকলেই চলবে না নিজের দক্ষতা নিয়ে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, বিশ্ববিদ্যালয়ের হলো জ্ঞান চর্চার কারখানা। এই সাইন্টিফিক সোসাইটির ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরে গড়ে উঠবে আগামীর উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, সাইন্টিফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সাইন্টিফিক সোসাইটির সভাপতি রওনাক রওশন ফিহা ও সাধারণ সম্পাদক সিফাত শাহরীণ স্বচ্ছ।
মন্তব্য নেওয়া বন্ধ।