সড়কেই প্রাণ গেল হেলপারের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বড় দারোগার হাট বাজারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অপর একটি কাভার্ডভ্যানের হেলপার মো. লিটন মিয়ার (২৮) মৃত্যু হয়। এতে গাড়ির চালকও গুরুতর আহত হন।

নিহত মো. লিটন মিয়া (২৮) ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম জয়নগর গ্রামের মো. আবদুর রবের পুত্র।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ বলেন, আজ (বুধবার) সকালে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, রাতে দুর্ঘটনায় গাড়ির চালকের সহকারী মারা গেছে। সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আমরা তৎপর রয়েছি। যানজট, অবৈধ পার্কিং, অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা বাড়ছে। এছাড়া নিহত ব্যক্তি সহকারী হলেও চালকের আসনে তার অবস্থান ছিল।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।