চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দিনসহ তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পটিয়া উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন—জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জমির উদ্দিন হাবিলাসদ্বীপ ইউনিয়নে একটি ইফতার মাহফিল শেষে প্রাইভেট গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি উপজেলা সদরের মাঝেরঘাটা এলাকায়। তাকে বহনকারী গাড়িটি জঙ্গলখাইন ইউনিয়নের এবাদতখানা এলাকায় পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া শ’খানেক সন্ত্রাসী সড়কে ব্যারিকেড দিয়ে তাকে লক্ষ্য করে গাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
সন্ত্রাসীরা জমির ও তার অনুসারীদের ওপর হামলা করে বীরদর্পে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও জমিরের অনুসারীরা আহত জমির উদ্দিনসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আমজুর হাটে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া আমজুর হাট থেকে গুলিবিদ্ধ তিন যুবলীগ নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।