চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো চার বসতঘর।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৯টার দিকে জসিম উদ্দীনের (মানসিক ভারসাম্যহীন) বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মূহুর্তে এই আগুন ভয়াবহ রূপ ধারণ করলে পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় নাসির উদ্দীন, করম আলী, জসিম উদ্দীন বাবু ও বেলাল নামের চারজনের বসতঘর পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে একটি বসতঘর আংশিকসহ আরো চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০লাখ টাকা মালামাল উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।