চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কে বিশাল একটি গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ ছিল। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউন বেকারি এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টি ও পাহাড়ের পানির কারণে সড়কের মাঝখানে গাছটি ভেঙে পড়ে। ব্যস্ততম সড়ক হওয়ায় কয়েক মিনিটের মধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে গাড়িচালক এবং যাত্রীরা।
পরে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ এক ঘন্টা শেষে ভেঙে পড়া গাছটি সড়ক থেকে সরানো হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা চালক মোহাম্মদ কামাল জানান, সন্ধ্যার আগে বৃষ্টি এবং বাতাস হয়েছিল। সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ গাছটি সড়কে ভেঙে পড়ে। রাস্তার দুইপাশে দীর্ঘ লাইন হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা গাছটি অপসারণ করতে সক্ষম হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।