ব্যাপক জালভোট, অস্ত্রের মূখে প্রতিপক্ষকে ভোট কেন্দ্রে যেতে না দেয়াসহ নানার বিতর্কিত নির্বাচনে মেয়র হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার।
সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অপর এক আদেশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে পদাধিকার বলে চসিক প্রশাসকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
অপসারণকৃত সিটি মেয়রার হলো ঢাকা উত্তরের আতিকুল ইসলাম, দক্ষিণের শেখ ফজলে নুর তাপস, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন), সিলেট সিটি মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, নারায়নগঞ্জ সিটি সেলিনা হায়াত আইভি, কুমিল্লা সিটি তাহসিন বাহার সূচনা, রংপুর সিটি মোস্তাফিজুর রহমান মোস্তফা, গাজীপুর সিটি জায়েদা খাতুন এবং ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ সিটি কর্পোরেশনের মেয়র জনরোষের ভয়ে আত্মগোপনে আছেন। এরই মধ্যে চসিক মেয়র রেজাউল করিম একাধিক হত্যা মামলায় আসামি হয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।