হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি র‌্যাবের জালে

মোঃ আব্বাস হায়দার ইমন নামে হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের মৃত ফিরোজ আহমেদের ছেলে ইমন ইমন ১৫ বছর পর আত্মগোপনে ছিল।

বুধবার (২১ জুন) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতিসহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্বাস হায়দার ইমনকে আমরা চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, ইমন বিগত ১৫ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। আমরা তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।