কক্সবাজারে ২০ বছর আগে চাঞ্চল্যকর আক্তার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সলিম উল্লাহ ওরফে দুবাইয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার। এরআগে বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নগরীর বাকলিয়া থানাধীন রাজখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজার সদর থানার আদর্শ গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, বিগত ২০ বছর ধরে সলিম উল্লাহ নিয়মিত বাসা পরিবর্তন করে বিভিন্ন পেশায় নিয়োজিত হন। এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সলিম উল্লাহ বাকলিয়ার রাজাখালী এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে কক্সবাজার সদরে লালপাড়া কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় রাত ৩ টার দিকে আক্তার উদ্দীনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বছরের ২৯ জুন কক্সবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে সলিমউল্লাহসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ বছরের ১৩ জানুয়ারি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।