অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং মাংস প্রসেস করায় হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরের নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটের হাজী বিরিয়ানি হাউসে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, অভিযানের সময় হাজী বিরিয়ানি হাউসের রান্নাঘরের পাশে জবাই করা গরুর মাংস প্রসেস করা হয় এবং হোটেলের কর্মীদের হেলথ ফিটনেস সনদ পাওয়া যায়নি।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা সহায়তা করেন বলেন জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।