হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাসেল নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। এছাড়া একটি বালুবোঝাই ট্রাকও করা হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের এ অভিযান চালায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।