হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে হাটহাজারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যোগে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপন মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

অগ্নিনির্বাপন মহড়ায় নেতৃত্ব দেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার ও অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশলিক প্রদর্শনী করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।