হাটহাজারীতে র্যাব-৭ ও বন বিভাগের যৌথ অভিযানে একগাড়ী গর্জন কাঠ জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়।
রোববার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের মাটিয়া মসজিদ এলাকা থেকে চোরাই কাঠগুলো আটক করে।
এই বিষয়ে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গর্জন কাট চিরাই করে পাচারের সময় র্যাব-৭ কে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে কাঠ বোঝাই টেম্পু সহ ৩ জনকে আটক করি।
তিনি আরও জানান, জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। বন সংরক্ষণ আইনে তাদের বিরোদ্ধে মামলা দায়ের হয়েছে।
এদিকে শনিবার রাত ১২টার সময় হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করে।
পরে তাদের একটি টিম গিয়ে অজগর সাপটি উদ্ধার করে গহীন জঙ্গলে অবমুক্ত করে দেয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের।
সাপটির দৈর্ঘ্য ৭ফুট ও ৭ কেজি ওজন।
মন্তব্য নেওয়া বন্ধ।