চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার নন্দীর হাটের ধোপার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম শেখ হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। হাটহাজারিতে বসবাস করলেও আকরাম শেখের প্রকৃত বাড়ি বাগেরহাট জেলার কামদা পাড়ায়।
রাউজান হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ডালিম হোসেন বলেন, ভোর ৬টার দিকে ধোপার দিঘির পাড় এলাকায় নিজের ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।