টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ড্রেনে পড়ে চট্টগ্রামের হাটহাজারীতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলা চসিক ১ নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম নিপা পালিত (১৯)। তিনি বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবু তালেব বলেন, নিপা আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নাজিরহাট কলেজকেন্দ্রে নিপার সমাপনী পরীক্ষা চলছিল। সোমবার ব্যবস্থাপনা চতুর্থ পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে ওই কেন্দ্রে যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তায় পানির তোড়ে পাশে ড্রেনে পড়ে ডুবে মারা যান তিনি। পরিবারের লোকজন নিপার মৃগীরোগ ছিল বলে জানিয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।