হাটহাজারীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্ৰাহক

চট্টগ্রামের হাটহাজারীতে পল্লী বিদ্যুৎতের এক গ্ৰাহককে অতিরিক্ত বিল দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এক মাসে (সেপ্টেম্বর) আব্দুল রাজ্জাক নামে এক গ্রহকের বিদ্যুৎ বিল এসেছে ৪২ হাজার ৪১০ টাকা। এনিয়ে গত ২৯ অক্টোবর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার ভুক্তভোগী ওই গ্রাহক।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাক নতুন ঘরে নতুন মিটার লাগান। তারা নতুন ঘরে উঠেছেন মাত্র ২৫ দিন। এর মধ্যে এক মাসে তাকে ধরিয়ে দেওয়া হয় ৪২ হাজার টাকার বেশি বিল। যা একেবারেই স্বাভাবিক নয়।

আব্দুল রাজ্জাক বলেন, বারবার পল্লী বিদ্যুৎ অফিসে গেলে তারা এর কোন সুরাহা করেনি। পরে বাধ্য হয়ে আমি উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করি। পাশাপাশি তিনি কতৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী জোনাল অফিসের ডিজিএম মাহবুবুল আলম বলেন, তদন্তের জন্য লোক পাঠিয়েছি। তারা তাকে বুঝিয়ে দিয়েছেন। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।