হাটহাজারীতে বন পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা

চট্টগ্রামের হাটহাজারীর সর্তা বিটের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার (১১জানুয়ারি) সকালে হাটহাজারী রেঞ্জের সর্তা বিটের সুফল প্রকল্পের বিভিন্ন সালে বনায়নের বাগান পরিদর্শন করেন।

উক্ত প্রকল্পে ১৯-২০ অর্থবছরের মিশ্র বনায়নের ৩০ হেক্টর জায়গার উপর চিকরাশি, হরিতকি, বহেরা, আমলকী, কাঞ্চন ভাদী কদম, আকাশমনি, শিমুল কড়ই, তেতুল, গ্রামার ও অর্জুন প্রজাতির ৭৫ হাজার চারা রয়েছে।

২০-২১ অর্থবছরের এ এনআর বনায়নের ২০ হেক্টর জায়গায় গর্জন, চাপলিশ, তেলসুর, ঢাকিজাম ও চম্পা প্রজাতির ১০ হাজার চারা রয়েছে। ২০-২১ অর্থবছরের দ্রæত বর্ধনশীল বনায়নের ১৮ হেক্টর জায়গায় চিকরাশি, আমলকী, আকাশমণি ও গামার প্রজাতির ৪৫ হাজার চারা রয়েছে এবং ২০-২১ অর্থবছরের স্ট্যান্ড ইম্প্রুভমেন্ট বনায়নে ১০ হেক্টর জায়গায় গর্জন, চাপলিশ, চাপলিশ, ঢাকিজাম, চম্পা ও সিভিট প্রজাতির ১৫ হাজার চারা রয়েছে।

এসময় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।