হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল ইবনে হাসান। তিনি ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, নাজিরহাট থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।