হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে নিয়মিত বাজার পর্যবেক্ষণের অংশ হিসেবে মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ এপ্রিল) পৌর এলাকার বউবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা অতি লাভের আশায় পণ্যের গায়ে বা দোকানের ভিতরে অথবা বাহিরে কোথাও কোন মূল্যতালিকা না দেখিয়ে পণ্য বিক্রয় করেন।
আবার অনেকে মূল্যতালিকা রাখলেও তা ক্রেতাসাধারণের অগোচরে রাখেন। এতে ইচ্ছেমত দাম নির্ধারণ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান চট্টগ্রাম খবরকে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করি। বউ বাজারে মাংসের দোকান ও সবজির দোকানে মূল্য তালিকা না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। অভিযানে মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।