চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণে ব্যক্তি মালিকানাধীন জায়গার ওপর মাঠ নির্মাণ ও খাস জমি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। নাঙ্গলমোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ১০-১২টি পরিবার এ বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।
অভিযোগকরী মো.মঞ্জুরুল আলম, আবদুল হামিদ, রফিকুল ইসলাম দিদার ও মো রায়হান বলেন, খেলার মাঠ অত্যন্ত জরুরি এবং আমরা খেলার মাঠের বিরোধী নই। কিন্তু পর্যাপ্ত খাস জমি থাকার সত্ত্বেও স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের আত্মীয়দের দখলে থাকা খাসজমি বাঁচাতে আমাদের কবলাভুক্ত জমির ওপর মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
তারা আরও বলেন, এই বিষয়ে আমাদের কারো সাথে কোন প্রকার কথা না বলে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত দিয়েছেন। অথচ এর মধ্যে আমাদের নিজস্ব খতিয়ানভুক্ত জায়গা রয়েছে। পাশাপাশি স্থানীয় চেয়ারম্যান গায়ের জোরে ইতোমধ্যে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া আমাদের বিভিন্ন প্রজাতির ৫০টিরও অধিক গাছ কেটে নিয়েছেন।
অভিযোগটি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যার মো. হারুনুর রশিদ কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গা নির্বাচনের সময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার দিয়ে সঠিক পরিমাপ করে এই জায়গাটা খেলার মাঠের জন্য নির্বাচন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান মুঠোফোনে বলেন, যদি কারও ব্যক্তি মালিকানাধীন জায়গা থাকে, তাহলে সরোজমিনে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।