হাটহাজারীতে শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুস সালামের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অভিযুক্ত শিক্ষককে দুর্নীতিবাজ, মামলাবাজ ও শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষকতার মহান পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে এমন কোন অপকর্ম নেই সে করেনি।

শিক্ষার্থীরা বলেন, তিনি (অভিযুক্ত) নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হন না। ফলে শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হন প্রতিনিয়ত। আবার তার কথামত না চললে কিংবা তার কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করে দেয়া তার কাজ। কমিটি থাকলেও ভয়ে তার সামনে কেউ প্রতিবাদের সাহস করেন নি। প্রতিবাদ করলে তার উপর হামলা মামলার স্টিম রোলার চালাতেন।

বক্তারা বলেন, দেশে এখন মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে তাই আমরা এ দুর্নীতিবাজ শিক্ষকের পদত্যাগ এবং কঠোর শাস্তি দাবিতে মাঠে নেমেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তকে পাঠদানসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।