হাটহাজারীর বিভিন্ন দোকানে অবৈধ ওষুধ, নেই লাইসেন্সের মেয়াদ

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মে) সকালে পৌর এলাকার বউবাজার ও মেডিকেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

অভিযানে বউবাজার এলাকায় সিয়াম মেডিসিন সেন্টার ও মেসার্স আল রহমান ফার্মেসিতে অবৈধ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার ও ১০ হাজার টাকা এবং মেডিকেল গেট এলাকায় ইহসান ফার্মেসি ও মক্কা মেডিসিন হাউসকে লাইসেন্সের মেয়াদ না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার পৌর এলাকায়  অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্সবিহীন ফার্মেসিকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল।

মন্তব্য নেওয়া বন্ধ।