হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

চট্টগ্রামের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মার্কেটের দোতলায় সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় চলতি মাসের ৩০ তারিখ একটি শক্তিশালী কমিটি গঠনকল্পে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সভার সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ। দপ্তর সম্পাদক মো. আবু নোমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক এইচ এম এরশাদ। গীতা পাঠ করেন শ্যামল নাথ।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর ২০২৩-২৪ সালের আয়-ব্যয়সহ সকল কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে সভাপতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সম্মতিতে দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চের মো. আসলাম পারভেজকে আহ্বায়ক ও দৈনিক সময়ের নিউজের মো. আবুল মনছুরকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে ডেইলি অবজারভারের উজ্জ্বল নাথ, সদস্য দৈনিক চট্টগ্রাম খবরের মো. আবু নোমান ও দৈনিক সময়ের কাগজের এইচ এম এরশাদ।

সভায় চলতি মাসের ৩০ তারিখ শনিবার কাউন্সিলের মাধ্যমে (গোপন ব্যালট) ২০২৪-২৬ সালের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।