হাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার, নিহত কিশোর

রাঙামাটির লংগদুতে বন থেকে বেরিয়ে আসা হাতি দেখতে গিয়ে তাড়া খেয়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোর মো. ফয়সাল (১৫)পশ্চিম চাইল্যাতলী গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ছেলে।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পূর্ব চাইল্যাতলী এলাকায় তিনটি হাতি অবস্থান করছিল। নিহত ফয়সাল ও তার কয়েকজন সহপাঠী মিলে হাতি দেখতে যায়। এ সময় হাতির তাড়া খেয়ে সবাই ফিরে আসতে পারলেও ফয়সালকে হাতি আক্রমণ করে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল হোসেন জানান, গত এক সপ্তাহ যাবৎ কয়েকটি হাতি লোকালয়ে ঢুকে মানুষের ফসলের ক্ষতি করছে। ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। গতকাল ফয়সাল নামে ওই কিশোরকে হাতির আক্রমণের খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, খবর পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। একটি তাঁজা প্রাণ অকালে ঝড়ে গেল। আমরা বনবিভাগকে বলেছি হাতির জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরী করা দরকার। বিশেষ করে হাতির উপযোগী খাবারের জন্য নিদিষ্ট একটি এলাকায় কলাগাছ, কাঠাল গাছ লাগানো গেলে হাতির লোকালয়ে যাতায়াত কমে যেত। পাশাপাশি হাতির লোকালয়ে প্রবেশের রাস্তায় জলাশয় তৈরী করেও হাতির যাতায়াত বন্ধ করা যাবে।

এ বিষয়ে বনবিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজিব মজুমদার বলেন, এলাকাটি হাতি প্রবণ এলাকা হওয়ায় এখানে আমাদের এ্যালিফেন্ট রেসপন্স টিম নিয়মিত কাজ করছে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। এবং নিহত পরিবারকে আর্থিক ক্ষতি পূরণের তিনলক্ষ টাকা দ্রুত হস্তান্তর করার বিষয়ে আমাদের উর্ধতন কর্মকর্তাকে অবগত করেছি।

লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু খবর পেয়ে আমরা পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।