চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার চরঘেরা জাল, ১০টি মসারির ঠেলা জাল এবং ২ হাজার গলদা চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।
শনিবার (২০ মে) বিকেলে নদীর ছায়ারচর ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম নৌ-পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বলেন, হালদা নদীর মা মাছের নিরাপত্তায় নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ ও ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। এর সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছেন। তবে কিছু অসাধু চক্র বিভিন্ন সময় হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে থাকে। যার বিরুদ্ধে কর্তৃপক্ষ সবসময় সজাগ দৃষ্টি রাখছে।