এশিয়ায় কার্প জাতীয় মাছের প্রধান মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২হাজার মিটার ঘেরাজাল জব্দ ও একটি মাছ ধরার নৌকা ধ্বংস করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ এপ্রিল) ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২ হাজার মিটার।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম। তিনি চট্টগ্রাম খবরকে জানান, প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় ভোর ৫ টায় হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু করি এবং নদীর ফরহাদাবাদ অংশে সকাল ১০ টায় শেষ হয়।
তিনি আরো জানান, সামনে ডিম ছাড়ার মৌসুম। ইতোমধ্যে হালদায় মা মাছের আনাগোনা বেড়েছে। এই মুহূর্তে উপজেলা প্রশাসনসহ হালদা রক্ষায় যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের নজরদারি বাড়ানো হয়েছে। অসাধু চক্র এই মুহূর্তে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশগ্রহণ করেন আইডিএফ মৎস কর্মকর্তা মুনির হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য ও সংশ্লিষ্ট এলাকার সেচ্ছাসেবীগণ।
হালদা অভিযান নিয়ে আরও পড়ুন:
হালদায় আবারও ইঞ্জিনচালিত নৌকা, ইঞ্জিন জব্দ-অর্থদণ্ড
হালদায় ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ
মন্তব্য নেওয়া বন্ধ।