হালদায় আবারও ইঞ্জিনচালিত নৌকা, ইঞ্জিন জব্দ-অর্থদণ্ড

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় আবারও পাওয়া গেলো বালু বোঝাই ইঞ্জিন চালিত নৌকা। উপজেলা প্রশাসন দুটি নৌকার মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় হালদার ছত্তারঘাট এলাকায় অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

তিনি চট্টগ্রাম খবরকে বলেন, হালদায় ইঞ্জিনচালিত নৌকা চালানো নিষিদ্ধ। কিন্তু আমাদের অভিযানে বালুবোঝাই দুটি নৌকা পেয়েছি। আমরা ইঞ্জিন জব্দ করে মালিকদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছি। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।

তিনি আরও বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকর যে কোনও বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে।

হালদা রক্ষায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, হালদার জন্য হয় এমন কোন বিষয় কারো নজরে এলে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।