হালদা নদী থেকে অবৈধভাবে পাতানো অবস্থায় চারটি ৮ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হালদা নদীর মোহনায় চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ বিষয়ে তিনি বলেন, অভিযানের সময় হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো অবস্থায় চারটি ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় জালের কোনো মালিককে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।