হালদা নদী থেকে অবৈধভাবে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ বিষয়ে তিনি বলেন, অভিযানের সময় হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় জালের কোনো মালিককে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।