হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা মো. রাব্বানী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন।
ইউএনও শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্টে থেকে গুমান মর্দ্দন ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।